1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ের বোদায় ৪টি পেট্রোল পাম্পে ১ লক্ষ টাকা জরিমানা তরেজ মাস্টার: এক শিক্ষক, সংস্কৃতিমনা সংগ্রামী পিতার জীবনচিত্র এবার পর্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত   ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত আসিফের গানে প্রিয়া অনন্যা-নয়ন সানী পথভোলা শিশু ট্রেনযোগে এসেছে পঞ্চগড়ে, ফিরে পেতে চায় পরিবার ঢাকায় দুদকের পিপি হলেন পঞ্চগড়ের দোলন জুলাই-আগস্ট: গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস—এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তিরপথ খোলা-নেই //  রিতুনুর

পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে পক্ষে বিপক্ষে দুটি মামলার আসামীদের বেকুসুর খালাসের রায় দেয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে পঞ্চগড় আদালত চত্বরে এই ঘটনা ঘটে। একটি পক্ষের দাবি তারা ন্যায় বিচার পান নি। এ সময় তারা আদালত চত্বরে বিক্ষোভ করেন। দীর্ঘ সময় চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে ৩০ মার্চ জেলার তেঁতুলিয়া উপজেলার ঝালিঙ্গিগছ এলাকায় কসির উদ্দিন ও শামসুল হক পরিবারের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অনেকে আহত হলেও কসির উদ্দিনের ছেলে এরশাদ মাথায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত পেয়ে মারা যান। এ ঘটনায় ৩১ মার্চ তেঁতুলিয়া থানায় মামলা করেন তার বাবা কসির উদ্দিন। ঘটনার দুই মাস পর পাল্টা মামলা করেন প্রতিপক্ষ শামসুল হকের স্ত্রী রনজিনা বেগম। আইনজীবীরা দুটি মামলা মোশন করে একত্রে পরিচালনা করেন। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে কোন পক্ষই অভিযোগ প্রমাণ করতে না পারায় রবিবার দুপুরে আদালত দুটি মামলার সকল আসামীকেই বেকসুর খালাস রায় দেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে নিহত এরশাদের পরিবারের লোকজন। তারা ন্যায় বিচার পাননি বলে ক্ষোভ প্রকাশসহ নানা অভিযোগ তোলেন। একই সাথে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।
নিহত এরশাদের মা রমেছা বেগম বলেন, দিন দুপুরে তারা আমার ছেলের মাথায় কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেছে। ১৪ বছর ধরে আমরা ন্যায় বিচারের জন্য ঘুরছি কিন্তু আজ আদালত সবাইকে খালাস রায় দিয়েছে। চাঞ্চল্যকর এমন হত্যাকান্ডের এমন বিচার আমরা আশা করিনি। এখানে টাকার লেনদেন হয়েছে। বিচারক বিক্রি হয়ে গেছেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল মতিন বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।
আসামীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম, দুটি মামলার অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত দুই মামলার সকল আসামীকে খালাসের রায় দিয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে কোনভাবেই বিক্ষোভ গ্রহণযোগ্য নয়। তারা চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত