ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে নদীর জমি দখল করে বসতভিটাসহ ঘর বাড়ি নির্মাণ করছে এক শ্রেণীর মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে বসতভিটা সরিয়ে নিতে সাত দিনের সময় দিয়ে ৩৪ জনকে আইনি নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গত কাল সোমবার উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনস্থল পরিদর্শন করে আইনি নোটিশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগন।
পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ জানান, এরইমধ্যে ঠাকুরগাঁও জেলা সদরের শুক নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে। আর সীমানা নির্ধারণের পর খতিয়ে দেখা গেছে, নদীর জমিতে অবৈধভাবে যারা অবৈধ দখল করে বসতভিটা স্থাপন করে বসবাস করছে। এমন ৩৪ জনকে আগামী সাত দিনের মধ্যে বসতভিটাসহ ঘরবাড়ি সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে। আর এসব নোটিশ প্রদানের আগে কয়েক বার মৌখিকভাবেও বলা হয়েছে। কিন্তু তাতেও তারা সরে না যাওয়ায় আজ নোটিশ প্রদান করা হয়। নদীর সীমানায় বাড়িঘর থাকলে নদীর গতিপথ বন্ধ হয়ে যাবে। সে কারণেই দ্রুত সময়ের মধ্যে তা অপসারণ করার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম যাকারিযা, জানান, ঠাকুরগাঁও জেলা সদরের উপর দিয়ে বয়ে চলা শুক নদীর সীমানা নির্ধারণ হওয়ায় নদীর জমি দখল করে অবৈধভাবে যেসব বাড়িঘর স্থাপন করে বসবাস করছে তাদেরকে দ্রুত অপসারণের জন্য ৩৪ জনের নামে চিঠি দেওয়া হয়েছে।তরা হলেন মোঃ হাসনাত আলী,একতিয়কর রহমান,মোঃ রুবি,মোঃ বুদু দুলাল,আব্দুল গনি,এহিয়া,আব্দুল করিম,বেলাল উদ্দিন, মারুফ,পাভেল,নািম,আব্দুল হালিম,শুকুর মাহামুদ,জেবুন নেছা,আলম,মোঃ রহিম,মোঃ আলী,সুপারা বেগম,আফসার,মরিযম বেগম,সরিফা বেগম,মরিয়ম বেগম,সরেমান আলী,জহুরা বেগম,জয়তুন নেছা,দিরিপ চন্দ্র রায়, ফুরি রানি,শ্যামরী রানি মোঃ তোতা,মহর আলী,সানাউল্লাহ, সামুয়েল,সামুন কুরাইশী,মহাদুল্লাহ।
তারপরও যদি নিজ উদ্যোগ সরে না যায়। তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে স্থাপনা অপসারণ করা হবে।
তিনি আরো বলেন, পাশাপাশি বাকি নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। সেই নদীগুলোর সীমানা নির্ধারণ সম্পন্ন হলে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং