ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটার বোনারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে শফিকুল ইসলামের ইলেকট্রনিক্স, উজ্জ্বল মিয়ার টাইলস ও কম্পিউটার সামগ্রীর দোকানসহ একটি ফলের দোকান, ও মনোহারি দোকান। দোকানগুলোর মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ ঘটনাটি নিয়ে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং