শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় ।।মহান মে দিবস ২০২৫ উপলক্ষে বিকাল ৫ টায় বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, সদস্য আবুল হোসেন, হায়দার আলী। বক্তাগণ মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আজও শ্রমিকগণ অবহেলিত, নুন্যতম অধিকারটুকু পেতে তাঁদের আন্দোলন সংগ্রাম করতে করতেই সময় অতিবাহিত হয়, কাজের কাজ কিছুই হয় না, তাঁদের অবস্থার পরিবর্তন হয় না, পরিবারের মুখের দিকে তাকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের কল কারখানায় কাজ করতে হয়। সময় এসেছে শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করুন, শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করুন।
এর আগে সকালে জেলা প্রশাসন আয়োজিত র্যালীতে জাতীয় শ্রমিক জোট পঞ্চগড় জেলার নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাসদের জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।