রোদে পুড়ে ঘামে ভিজে
আলস্য করেনি ভর,
করেনি তোয়াক্কা কখনো কভু
মহামারী ঝড়।
স্বপ্নগুলো সব উড়ে গেছে ধুলোয়
হাজারো কাজের ব্যস্ততায়,
তবু গড়ে দিয়েছে স্বপ্নের মহল
হাজারো স্বপ্নের হৃদ্যতায়।
শাসকের শাসনে অপমান অবহেলায়
শ্রমিক দিয়েছে ঘাম,
তারা কী পেয়েছে আদৌ
কখনো কভু শ্রমের ন্যায্য দাম।
তাকাবার সময় নেই এদিক সেদিক
অনেক কাজ বাকি,
শ্রমিক দিয়েছে শ্রম
মালিক দিয়েছে ফাঁকি।