শহীদুল ইসলাম শহীদ।।নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজিজেএ) কেন্দ্রীয় কমিটি। দিনাজপুরের বিরামপুরে কেন্দ্রীয় দপ্তরের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার সকালে ‘সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, মুক্ত আলোচনা সভা ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করে।
দিবসটি উপলক্ষে বিরামপুর শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সেমিনার ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোরশেদ মানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ লায়ন মোজাম্মেল হক, চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক ও অধ্যক্ষ মুশফিকুর রহমান লিটন, দেশরূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, বৈশাখী টিভির প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি আকরাম হোসেন, এখন টিভির হিলি স্থলবন্দর প্রতিনিধি সোহেল রানা,কালের কণ্ঠের প্রতিনিধি মাহাবুর রহমান, আমার দেশ প্রতিনিধি এনামুল হক, বাংলাদেশ টুডে প্রতিনিধি ইব্রাহীম মিঞা, ঢাকা টাইমস প্রতিনিধি নূর মোহাম্মদ অন্তর সহ অনেকেই।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ৫০জন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা সাগর-রুনি হত্যা সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবীসহ সকল নির্যাতিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। #