শহীদুল ইসলাম,পঞ্চগড় ।।পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে, আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধানের পদায়ন বাতিলের দাবিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ওএসডি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন প্রধানকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের একটি প্রজ্ঞাপন জারি করে। এমন খবর পেয়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবি দেলোয়ার হোসেন প্রধান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় অনেক সুবিধা নিয়েছেন। দলীয় বিবেচনায় পঞ্চগড় সরকারি মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন এবং ০৫ আগস্টের কিছুদিন আগে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হয়েছিলেন । ৫ আগস্টের পরে তঁকে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব থেকে সরিয়ে মাউশি'তে ওএসডি করা হয। তিনি লবিং করে ০৫ মে ২০২৫ পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে আবারো পদায়ন নিয়েছেন। আমারা এই পদায়ন বাতিল চাই
মো. দেলোয়ার হোসেন প্রধান জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের সমর্থক। তিনি নিজেও আমার জন্য সুপারিশ করেছেন। বিষয়টি পঞ্চগড় জেলার সুধী মহলে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং