ডাকছে ঘোড়া চিহি চিহি
বললো হেসে হি হি হি হি।
শোন্ শোন্ ঘোড় সওয়ার
কিছু কথা আছে কওয়ার?
তোরাই কাটিস ঘোড়ার ঘাস
ঘোড়া ডিঙ্গিয়ে খাস ঘাস?
মানুষ তোরা ঘাটের মড়া
আমি বলবান সিনা টানটান
সুনাম জগৎ জোড়া।
ঘোড়ার মুখে লাগাম দিস
তোদের মুখে লাগাম নাই
মিছাই ঘোড়ার ডিম খুঁজিস
তোদের কোনো কাম নাই?
ঘোড়া দেখে খোঁড়া হোস
এমন তোরা জাতি
ঘোড়া রোগে ভূগিস, যদিও
ঘরে নাই বাতি।
গাধা ঘোড়ায় মিলন হলে
জন্ম নেয় খচ্চরে
ক্যামনে মানুষ খচ্চর হয়?
ভাবি সারা বৎসরে।