হুসাইন মো: আরমান,রুহিয়া থানা প্রতিনিধি।।নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সভাপতি আনিস রাহাকে বিয়ের আগের দিন রাতে গ্রেফতার করেছে পুলিশ।
০৯/০৫/২৫ ইং, শুক্রবার সন্ধ্যায় রাজাগাঁও ইউনিয়নের তার নিজ এলাকায় অভিযান চালিয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১০/০৯/২৫ ইং, শনিবার বিয়ের অনুষ্ঠান ছিলো। তার আগেই গ্রেফতার হয় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনিস রাহা।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সকালে আদালতে পাঠানো হবে।