বাগমারা প্রতিনিধি।। রাজশাহীর বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, খাঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মন্ডল, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম, বুজরুক কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাংবাদিক আফাজ্জল হোসেন, মামুনুর রশীদ মামুন,আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুনজুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।