শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন আর নেই। তিনি শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়সহ অসংখ্য আত্বীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। এর আগে তিনি পবিত্র হজ্ব পালন করেছেন।
আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় গ্রামের বাড়ি সদর উপজেলার নাককাটি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরসহ অসংখ্য মানুষ অংশ নেয়।
এদিকে তাঁর মৃত্যুতে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে বিএনপি ও এলাকাবাসী একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও সমাজকর্মীকে হারালো। এতে বিএনপি ও এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হলো।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সরকারি কৌঁসুলি (পিপি) আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।