ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ইট ভাটায় মাটি সরবরাহের জন্য পুকুরে খনন করা গর্তের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন মিয়া নামে এক কিশোর। এঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি সরোবর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া (১৬) গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সোনারপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলা জুড়ে আইন বহির্ভূতভাবে গড়ে উঠা বিভিন্ন ইট ভাটায় মাটি সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে সরোবর পুকুরে খনন করা গর্ত বৃষ্টির পানি ভরে থাকে। ওই গর্তে শাওন মিয়া গোসল করতে নেমে ডুবে গেলে তার সাথে থাকা সহযোগীরা শাওনের বাড়িতে খবর দেয়। পরে শাওনের মা-সহ এলাকার লোকজন এসে গর্তের পানিতে অনেক খোজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে। সরোবরে পুকুরে সমতল ও অগভীর গর্ত ভেবে কিশোর শাওন না বুঝে গোসল করতে নামলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুর মালিককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
নিহত শাওনের মা খালেদা জানান, সরোবর পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়। আজ আমার ছেলে গোসল করতে গিয়ে সেই গর্তের পানিতে ডুবে মারা গেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং