1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রংপুর বিভাগীয় ‘নেটওয়ার্ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত জাসদ নেতা অধ্যাপক এমরান আল আমিনের মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক বীজ আলুর মূল্য পুনঃনির্ধারণের দাবিতে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ আলু চাষীদের মানববন্ধন বীজ আলুর মূল্য পুনঃনির্ধারণের দাবিতে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ আলু চাষীদের মানববন্ধন আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২ নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রায়পুরা মরজালে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় উপজেলা তাতীদলের সদস্য সচিব সহ আহত ২

জাসদ নেতা অধ্যাপক এমরান আল আমিনের মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা জাসদের সভাপতি বোদা মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক এমরান আল আমিনের মাতা রাবেয়া খাতুন রবিবার রাতে জেলার বোদা পৌর এলাকার সিপাইপাড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
তিনি একজন রত্নগর্ভা মা ছিলেন। তার ছেলে মেয়েরা সবাই সমাজে প্রতিষ্ঠিত। বড় ছেলে হারুন অর রশিদ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী, আরেক ছেলে কৃষিবিদ ড. আব্দুর রহমান ঢাকাস্থ পঞ্চগড় সমিতির সাধারণ সম্পাদক, ছোট ছেলে মফিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তার স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক এলাকায় সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। আজ বিকাল তিনটায় প্রামাণিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অসংখ্য মানুষ অংশ নেয়। শেষে পাশের মোগল ই কেল্লা কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক শোক গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া বাংলাদেশ জাসদের জেলা উপজেলা শাখা, ঢাকাস্থ পঞ্চগড় সমিতি, ঢাকাস্থ বোদা উপজেলা সমিতি, বোদা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ওর করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং