শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড।।বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে বুধবার এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার হায়দার আলী, আটোয়ারী থানার পরিদর্শক তদন্ত ফারুক ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।
সমাবেশে বাল্যবিবাহ, মাদক, গুজব, অপপ্রচার, ইভটিজিং, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, তথ্য অধিকার,সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে এলাকার দুই শতাধিক নারী শিশু কিশোরী উপস্থিত ছিলেন।