অদ্য বুঝিতে পারিতেছি আমি, ইয়াজিদের অনুভব
কেনই পাগল করিয়াছিলো সুন্দরী জয়নব?
এতটাই উন্মাদ হইয়াছিলো যাহার উপরে নাই
তাহার তরেতে বাঁধিয়া গেল, কারবালাতে লড়াই।
ধরিত্রীতে শ্রেষ্ঠা ছিলো জয়নব সুন্দরী
তাহার চাইতে সুন্দরী নাই অবনীতে কোন নারী
আজিকে তাহা মোর মনে হয় হইয়াছে বড় ভুল
তোমার চাইতে সুন্দরী এত, নাই কেউ তিন কুল।
জয়নবের রূপ দেখিয়া তাহারে পাইবার তরে
নানান রকম চাতুরি করিলো ইয়াজিদ অন্তরে।
জয়নবের স্বামীরে ডাকিয়া নিজের সৈন্য দলে
চাকরি দিলো স্বামীরে তাহার বিরাট কৌশলে।
যুঝিতে গিয়া মরিয়া গেল জয়নব স্বামী ধন
তবুনা পাইল ওই ইয়াজিদ জয়নাব বালার মন।
কারবালাতে হইল লড়াই জয়নাব পাইবার আশে
নবী বংশের মানুষ মারিল দিনে দিনে আর মাসে।
আমিও তোমার রুপে ওগো খাইতেছি হাবুডুবু
মনকে বুঝায় দিবস-যামী চিত্ত বোঝেনা তবু।