1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল নলছিটিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার 

ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

হাজী জাহিদ।। পলাশ নরসিংদী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ কাশ্মীরের টেক এলাকায় এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।

তানিয়া আক্তার সুইটি (৩০) নামের এই গৃহবধূ দক্ষিণ পলাশের মো. আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, এর আগেও তানিয়া এক ছেলে সন্তানের মা হয়েছেন, সেটিও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছিল।

অপারেশনটি পরিচালনা করেন হাসপাতালের গাইনী সার্জন ডা. তরিকুল আলম শিল্পী। তিনি জানান, প্রাথমিকভাবে গর্ভে একাধিক সন্তান রয়েছে বিষয়টি জানা যায়নি। হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, গৃহবধূর গর্ভে তিনটি সন্তান রয়েছে। এরপর সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন নবজাতককে জন্ম দেওয়া হয়। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ রয়েছেন। তবে তাদের আরও দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, আজ সকালে প্রসব ব্যথা উঠলে তানিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাম করে নিশ্চিত হন তিনটি সন্তান গর্ভে রয়েছে। এরপর চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অপারেশন সম্পন্ন করেন।

নবজাতকদের পিতা মো. আনোয়ার হোসেন জানান, “আল্লাহ তায়ালা আমাকে একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন, আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ ও সুন্দরভাবে বড় হতে পারে।”

এমন এক আনন্দঘন ঘটনার সাক্ষী হয়ে উঠেছে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতাল। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং