আমির হোসেনঃ ঝালকাঠি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা কর্ণধার কমিটির এক গুরুত্বপূর্ণ সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অংশীজনবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জনসুরক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ তাঁদের পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেন।
সভায় অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী ঝালকাঠি গড়ে তোলার আহ্বান জানানো হয়।