ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও শহরের পরিচিত মুখ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গোফরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। তিনি বুধবার সকালে ঢাকা পিজি হাসপাতালে অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় তার মরদেহ ঠাকুরগাঁও ডায়াবেটিকস হাসপাতাল (স্বাস্থ্যসেবা হাসপাতালে) নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হবে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যগণ।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারনে প্রথমে ঠাকুরগাঁও ও পরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: মাসুদুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ সর্বস্তরের মানুষজন গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং