শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে ‘সাইবার নিরাপত্তায় সচেতনতা’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এই কর্মসূচীর আয়োজন করে।
জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র ছাত্রীর অংশগ্রহণে কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন আলী। এতে দিনাজপুর সরকারি সিটি কলেজের সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন দিলু প্রধান অতিথি এবং পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাবু, পঞ্চগড় বিএম কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনাসহ নিরাপদ ইন্টারনেট ব্যবহারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, একই প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক মো. আফজাল হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সমন্বয়ক ও সমকাল এর পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম।
এতে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের আবু বক্কর সিদ্দিক, রিদুয়ান রাহী আরমান, মো. স্বাক্ষরসহ সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।।