শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে ১২ মে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘বৈষম্য বিরোধী ছাত্রজনতা’। বক্তারা বিল্লাল সরকারকে আওয়ামী যুবলীগের সদস্য পরিচয়ে জনবিচ্ছিন্ন ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত বলে দাবি করেন এবং তাকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান।