শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় ।।বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমিনুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে পঞ্চগড়ের বোদা পৌর এলাকার সাতখামার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তি্নি পাশ্ববর্তী ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। এলাকায় সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তিনি এক স্ত্রী দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা শুক্রবার বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বোদা উপজেলার এগারো মাইল এলাকায় প্রামানিক পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় অসংখ্য মানুষ অংশ নেন।
এদিকে, তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ও কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া বাংলাদেশ জাসদ জেলা উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।