ফজলার রহমান।। গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী হাটের গরুর ব্যবসায়ীদের গামছা দিলেন হাট ইজারাদার ও পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল। এসময় কালীবাড়ী হাট বাজারের ইজারাদারের অন্যান্য পার্টনারগণ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
১৭ মে শনিবার হাট শেষে বিকেলে তিন মাথা মোড় হতে গরু ব্যবসায়ীদের মাঝে এসকল গামছা বিতরণ করা হয়। ইজারাদারের নিকট এক বেলা খাবার ও গামছা পেয়ে আনন্দ প্রকাশ করেন ব্যবসায়ীরা এসময় তারা হাট ইজারাদারকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে হাট ইজারাদার আব্দুল মোত্তালিব সরকার বকুল বলেন, ঐতিহ্যবাহি কালীবাড়ী হাট বাজার উত্তরবঙ্গের বড় হাট বাজার,কালের গর্বে হাট বাজারের ব্যবসার পরিবেশ নষ্ট করছে একটি চক্র। আমরা এ হাটের ঐতিহ্য ফিরে আনতে ও ব্যবসার পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছি। তিনি আরো জানান, আগামীতে হাট বাজারের ব্যবসায়ীদের পাশে সকল প্রকার সহায়তা নিয়ে দাঁড়াবে ইজারাদার।