1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিনে ভূগর্ভস্থ পাথর উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি ইজারাদারের পক্ষ থেকে এক বেলা খাবার ও গামছা উপহার পেয়ে আনন্দে ব্যবসায়ীরা রায়পুরা আতস আলী বাজারে জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ জমি জবর দখলের চেষ্টা অভিযোগ আলী আসগর মোল্লা বিরুদ্ধে গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয় পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে পারছে না সাংবাদিক মাসুদ ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক প্রত্যন্ত অঞ্চলে আবু তালেবের মানুষ গড়ার কারখানা  আর্থিক সাহায্য প্রদান করে, টুম্পাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে আকুল আবেদন

পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিনে ভূগর্ভস্থ পাথর উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি।।অবৈধ ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে। রবিবার বিকেলে
জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং সংশ্লিষ্ট উপদেষ্টা বরাবরে স্মারকলিপিটি প্রেরণ করা হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি আ্যডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের, সহ-সভাপতি কাজী মোকছেদ ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সদস্য বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
ষস্মারকলিপিতে উল্লেখ করা হয়ে যে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বড়বিল্লা, দর্জিপাড়া, শালবাহান,ভজনপুর, বালাবাড়ী সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে দিন-দুপুরে এবং রাতের আধারে নির্বিঘ্নে পরিবেশ ঘাতক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ভূ-গর্ভস্থের গভীর থেকে নির্বিচারে পাথর উত্তোলন চলছে। যার ফলে ধ্বংস হতে চলেছে এলাকার প্রাণ, প্রকৃতি ও পরিবেশ। মাটির গভীর থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে পাথর উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ঝুঁকি এই অঞ্চলে ক্রমশঃ বেড়েই চলেছে। তেতুলিয়ার বড়বিল্লা, দর্জিপাড়া নামক স্থানে একদল পরিবেশ ধ্বংসকারী পাথরখেকো দীর্ঘদিন যাবত অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট অত্র এলাকার কতিপয় স্বার্থান্বেষী প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যক্তির পারিবারিক ক্ষমতার দাপটে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ক্ষমতাধর হিসাবে তাদের ইচ্ছেমতো এখনো দখলদারিত্ব চালিয়ে অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ পাথর উত্তোলন করে যাচ্ছে পরিবেশের তোয়াক্কা না করেই। বিভিন্ন সময়ে ঐসব ড্রিল ড্রেজার মেশিন আটক করা হলেও তাদের বিরুদ্ধে প্রশাসন কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি বা কোন মামলা হয়নি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খনিজ মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত পাথর কোয়ারী ইজারা প্রদান স্থগিত আদেশ বাতিল করার স্মারক নং ২৮.০০.০০০০.০২৮.৩১.০০৪.১৮.১২ ১৩/০১/২০২৫ইং তারিখের প্রজ্ঞাপনটির ভুল অপব্যাখ্যা দিয়ে পঞ্চগড় জেলার সমতল জমি থেকে পাথর উত্তোলনে সরকার অনুমোদন দিয়েছে মর্মে কতিপয় স্বার্থান্বেষী প্রভাবশালী তথাকথিত পাথর ব্যবসায়ী ড্রিল ড্রেজারমেশিন দিয়ে অবাধে পাথর উত্তোলন করছে। স্মারকলিপিতে সরেজমিন তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পঞ্চগড়ের প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং