আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠান-২০২৫ খ্রীস্টাব্দ ১৯ মে সোমবার সকাল ১১টয় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসাইন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার।
বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাইডো যুব সংস্থার প্রতিনিধি শামসুন নাহার, যুব তারুণ্যের বাতিঘর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধি আসাদুর রহমান মান্না সহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত উপজেলার নানাসংগঠনের যুব নারী পুরুষ সদস্য প্রমুখ।