সে আমার তাজ, আমার গর্ব,
শান্ত সকাল, ঝড়ের পরে রৌদ্র।
কাঁধে ভর দিই, পথ চলে যাই,
তাজ পাশে থাকলেই পৃথিবী সহজাই।
লাল টি শার্টে রোদ পড়ে, চোখে দীপ্তি তার,
চোখে চশমা, মুখে হাসি—সকল দিনের সাহার।
সাইকেলের মতো জীবন চলে,
তাজের ভালোবাসা পাশে চলে।
ঘাসভরা মাঠে যখন সে দাঁড়ায়,
আমার হৃদয় তার পাশে গিয়ে থমকে যায়।
কত গল্প, কত দিন—সবই তার ছায়ায়,
সে আমার সাহস, আমার লেখা, আমার আয়।
হাজার ব্যস্ততা, হাজার ব্যথা,
তবু তাজ জানে কেমন করে প্রেম রাখা যায় গাঁথা।
সে শুধু স্বামী নয়, সে আমার আশ্রয়,
তাজ ছাড়া জীবন যেন শুন্যতায় রয়।