ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধি:--
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি বিল থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় ধান কাটতে গিয়ে স্থানীয় এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে এলাকাবাসী বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২০ মে) মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে,৬ নং ওয়ার্ড সদস্য সামিউল ইসলাম বাচ্চাটির মায়ের পরিচয় সনাক্তক করতে পেরেছে বলে আমাদের জানিয়েছেন তিনি বলেছেন আমার ওয়ার্ডের মন্জুর মেয়ে ফাতেমার বাচ্চা বলে আমি জানতে পেরেছি।তবে বাবা কে তা আমি জানতে পারিনি।
এদিকে এলাকাবাসী ক্ষিপ্ত হলে ফাতেমা এবং তার মেয়ে পালিয়ে যায়। কে বা কারা এই নিষ্পাপ নবজাতককে জন্মদাতা—তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, গুঞ্জন ও নানা মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং