1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২১ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেললাইন নয় : যেনো লাল গালিচা পলাশবাড়ীতে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে নৈতিক শিক্ষার প্রসারে জেলা কর্মশালা শফিউল আলম প্রধান-এর ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত মেলেনি পিতৃ পরিচয়! পলাশবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে পৌর বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ আনোয়ারায় প্রকাশ্যে যুবলীগ নেতার দাপট সংখ্যালঘুদের জমি আত্মসাৎ ও দেশছাড়ার হুমকি: ইজি ফ্যাশনের মালিকদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

পঞ্চগড়ে নৈতিক শিক্ষার প্রসারে জেলা কর্মশালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।। পঞ্চগড়ে “টেকসই উন্নয়ন উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১১ টা’য় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৬ষ্ঠ পর্যায়) পঞ্চগড় জেলা কার্যালয়।
জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,
যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে সে জাতির দ্বারা কোন অন্যায় বা খারাপ কাজ কখনো হতে পারেনা।
আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে। সুতরাং এদেশের মানুষ কখনো কারো ক্ষতি করতে পারেন না। বর্তমান সরকার আপনাদের ধর্মীয় শিক্ষার প্রসারে খুবই আন্তরিক।
মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন,
শিক্ষার্থীদের আদর দিয়ে, স্নেহ দিয়ে
ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।আপনাদের দেয়া শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেন দেশপ্রেম তৈরী হয়, মানবিকতার বিকাশ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমি ইমতিয়াজ,
বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল)।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চগড় জেলার সহকারী পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষক, জেলা প্রশাসন, জেলা ও উপজেলা মনিটরিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষা কেন্দ্রের সভাপতি, সম্পাদক, সনাতন ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ মোট ১৫০ জন অংশগ্রহণ করেন।
এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মশালার উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ৯০ টি শিক্ষা কেন্দ্রে প্রাক-প্রাথমিক ও বয়স্ক (গীতা) শিক্ষা কেন্দ্র চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং