শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিএফআরআই এর বন রসায়ন বিভাগের প্রধান ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার। কর্মশালায় প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বন রসায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.মোহাম্মদ জাকির হোসাইন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান। কর্মশালাটির সঞ্চালনা করেন বিএফআরআই এর তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো. জহিরুল আলম।
কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বন, কৃষি, মৎস্য, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায়, যুব উন্নয়ন, তথ্য অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, কাঠ ব্যবসায়ী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে। #