স্টাফ রিপোর্টার: ঔষুধ ব্যবসায়িদের ৪ দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে মানববন্ধন পালন করা হয়। বৃহস্পতিবার শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য হায়দার আলী, সিনিয়র ঔষধ ব্যবসায়ী ও সদস্য কামরুল হাসান, আইয়ুব আলী প্রমুখ। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন সদস্যগণ অংশ নেন। সঞ্চালনা করেন ইমরান আলী।
বক্তারা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রæত সময়ের মধ্যে ফেরত, প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করার দাবি জানান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং