1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শুভেচ্ছা বার্তা পলাশবাড়ীর সাকোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নারী কেলেংকারীর অভিযোগের তদন্ত অনুষ্ঠিত পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ‘চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে’ পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,,

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫ দিনের পরিভ্রমণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আনজুমা ইসরাত ইমু
বদরুন্নেসা কলেজ প্রতিনিধি:

চুনারুঘাট থেকে জৈন্তাপুর প্রাকৃতিক সৌন্দর্য, নেতৃত্ব ও স্কাউট চেতনাকে ধারণ করে পথে নামছেন চার রোভার সদস্য।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্যের একটি দল পাঁচ দিনের একটি বিশেষ পরিভ্রমণে রওনা দিতে যাচ্ছে। ২০২৫ সালের ২৫ মে তারিখে শুরু হওয়া এই অভিযাত্রা শুরু হবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে এবং ২৯মে ২০২৫ তারিখে শেষ হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

পরিভ্রমণকারী এই দলের নেতৃত্বে রয়েছেন রোভার স্কাউট আবদুল আজিজ। তাঁর সঙ্গে আছেন সহকারী দলনেতা মোঃ রাসেল, সদস্য আকরামুজ্জামান এবং মোঃ মুত্তাকিম ইসলাম মুসা। তাঁরা প্রত্যেকেই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ও প্রশিক্ষিত রোভার সদস্য, যাঁরা ইতিপূর্বেও বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও সেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

এই পরিভ্রমণের মূল উদ্দেশ্য হলো—প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসকে কাছ থেকে জানা, নেতৃত্ব দক্ষতা বিকাশ, সামাজিক দায়বদ্ধতা চর্চা এবং স্কাউটিংয়ের নীতি ও চেতনা বাস্তব জীবনে প্রয়োগ।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটদের এমন কার্যক্রমের প্রশংসা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশ বর্তমান সময়ের দাবি। আমরা সবসময় চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত থাকুক, যেন নিজেরা আপন শক্তিকে ধারণ করতে পারে। ঢাকা কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী মূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রোভার স্কাউটদের এ ধরণের কার্যক্রম তরুণদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। রোভার স্কাউটদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।

পরিভ্রমণ শেষে দলটি আগামী ৩০ মে ২০২৫ তারিখে জৈন্তাপুর থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবে। দলের নিরাপদ যাত্রা ও সাফল্যের জন্য রোভার স্কাউটস এবং ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত