মানুষ আমারে শিখাল ভাষা
মানুষ দেখালো পথ,
মাঝ পথে শুধু বেভুলো মন
মানুষের দেখিনু হিম্মত।
বিপদে মানুষ উতাড়িল মোরে
মানুষেই হানিল দাগা,
মানুষের তরে রোদনধারা
চোর-গেরস্ত-দারোগা।
মানুষ আমার সুজন স্বজন
মানুষেই আমার ভয়,
ভাংগা তরী মোর মানুষেই সারালো
আনিয়েছে দুর্গম গিরির জয়।
তবুও মানুষ। পুজিনু শুধু
মানুষের চরন তলে,
মানুষের ভিরে অমানুষী খেল
আসমান-জমিন-জলে।
সাঁঝবাতি মোর জ্বালালো মানুষ
মানুষেই করিল খুন,
কেউ আমারে বাসিল ভাল
ক্ষতে কারো নুন।
জ্বালা, নিদারুন পীড়া
লোভিষ্ঠ মানুষের ছলে,
তারে তবু নমিনু জেনেও
ভুক্তভোগীর দলে।।
এইখানে আজি মানুষের মেলা
মানুষের অপমান,
এইখানে তবু ছল চাতুরী
বিদায়বেলারর গান।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং