1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শুভেচ্ছা বার্তা পলাশবাড়ীর সাকোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নারী কেলেংকারীর অভিযোগের তদন্ত অনুষ্ঠিত পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ‘চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে’ পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,,

নরসিংদীর মনোহরদী চরমান্দালীয়ায় ধর্ষণ মামলাকে ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন , দারোগার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মনোহরদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, মনোহরদী থানার চরমান্দালিয়া এলাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় এফআইআর দায়ের ও একজন আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন যে, ধর্ষণের ফলে ভিকটিম সাত মাসের অন্তঃসত্ত্বা এবং অভিযুক্ত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তবে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তারা জানান, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন নির্দোষ যুবককে ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছে।

গত ২৩ মে চরমান্দালিয়া এলাকায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দাবি করেন, মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম অভিযুক্তের পরিবার থেকে এক লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছেন এবং আরও টাকা দাবি করছেন। তারা বলেন, ভিকটিমের সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।

মানববন্ধন থেকে এলাকাবাসী মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং দারোগার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলায় একজন নির্দোষ যুবকের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এবং এটি সমাজে বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে।
মামলার অভিযুক্ত বিজয় একজন এসএসসি পরীক্ষার্থী এ মামলার জন্য সে পরীক্ষা দিতে পারেনি তার মা-বাবা জেল খেটেছে তারা বলেন বর্তমানে তারিখ অনুযায়ী ১২ মাস হয়েছে এখনো বাচ্চা ভূমিষ্ঠ হয়নি ব্যাপারটা রহস্যজনক।
বাংলাদেশে ১২ মাসে বাচ্চা ডেলিভারি হয় না এমন ইতিহাস হয়নি তাই মনে হয় মামলাটি ষড়যন্ত্রমূলক
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রতিবাদে বিষয়টি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত