1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

সন্ত্রাস ও মাদকমুক্ত পলাশ গড়তে বদ্ধ পরিকর পলাশ থানার ওসি মো: মনির হোসেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

হাজী জাহিদ, নরসিংদী: মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে পলাশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৬ ফেব্রুয়ারি যোগদান করেছেন মো: মনির হোসেন। তিনি নতুন কর্মস্থলে যোগদানের পর থেকেই পলাশ উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ২৩ মে, ২০২৫ রোজ শুক্রবার বড় বাড়ি বাইতুল নূর জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল মুসলীদের উদ্দেশ্যে ওসি মো. মনির হোসেন বলেন, আমি আপনাদের সহযোগিতায় পলাশকে মাদক ও সন্ত্রাস মূক্ত করতে চাই। আমাদের একার পক্ষে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। আপনারা তথ্য দিয়ে ও এলাকা ভিত্তিক কমিটি গঠন করে মাদকাসক্ত ও সন্ত্রাসীদের প্রতিহত করবেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। যেখানে এসে আপনার থেমে যাবেন সেখান থেকে আমি শুরু করব। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরূদ্ধে প্রতিরোধ গড়ার আহব্বান এবং সকলের মঙ্গল ও শুভকামনা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করে নামাজ আদায় করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি আশরাফ খন্দকার ও বড় বাড়ি বাইতুল নূর জামে মসজিদের খতিব মো. আলী হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং