শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।”নিয়মিত ভুমি উন্নযন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুরু হয়েছে। রোববার ( ২৫ মে) সকালে সদর উপজেলা ভুমি অফিস চত্বরে জেলা প্রশাসক সাবেত আলী বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে করে একই জায়গায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহন মিনজীসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় ভূমি অধিগ্রহণের সুবিধাভোগিদের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, তিন দিনব্যাপি ভূমি মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলা উপলক্ষ্যে আজ ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তিন দিনে ভূমি সেবা, সভা, সেমিনার, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতাসহ নানান কর্মসূচী নেওয়া হয়েছে।