পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতয়ায় উপজেলা পরিষদ হলরুমে ৭৫ জন চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় জেলা পাট কর্মকর্তা দিলীপ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা পাট কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা দীপংকর রায় চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন।