ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ মো: শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীনের এপিএস পৌর শহরের ফকিরপাড়া মহল্লার মো: আজিজের ছেলে মো: সাইফুল ইসলাম সবুজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নীলফামারী জেলার শহিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।
মামলার বিবরণে জানা যায়, মামলার গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী (পূর্ব অংশ) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হকের ছেলে মো: শহিদুল ইসলাম মির্জা ফয়সল আমীনের ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইন মাধ্যমে (হোয়াটস আপে) একাউন্ট খুলে বিভিন্ন মন্ত্রনালয়, দপ্তরে ফোন দিয়ে তদবির ও চাঁদাবাজী করে আসছিলেন। সম্প্রতি তদবির ও চাঁদাবাজির বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালকের মাধ্যমে জানতে পারেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, মামলায় গ্রেফতারকৃত শহিদুল ইসলামের সাথে মির্জা ফয়সল আমীনের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের তি সাধিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং