বিনোদন প্রতিবেদক:ঈদ মানেই হাসান জাহাঙ্গীরের নাটকের ধামাকা। জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি ঈদে তিনি তৈরি করেন একাধিক নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তিনটি বিশেষ চমক। প্রথমটি হলো ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’, যা ২০২৩ সালে আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।
দ্বিতীয় চমক হিসেবে নিয়ে আসছেন আমেরিকার বাংলা কমিউনিটির পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ‘পিএস চাই সুন্দরী’ নামক টেলিছবিতে। যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।
আকাশ রহমান বলেন, ‘মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।
তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে ‘অকর্মা’, ‘ডিসকাউন্ট’, ‘নায়িকার মা’, ‘অবলা’ ও ‘নকল হানিমুন’। এসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং