শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে গ্লোবাল পার্টনারশীপ এডুকেশন (জিপিই) এর সহযোগিতায় এসডিজি-৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। অনুষ্ঠানে উপস্থাপনা উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মালেকা বেগম ও বিকশিত বাংলাদেশ এর প্রতিনিধি অনিল চন্দ্র শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন প্রধান, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, দৃষ্টিদান এর নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বোদা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন, ডেমোক্রেসি ওয়াচ এর জেলা সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদ, আলেয়াখোয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, চন্দনবাড়ী বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজিনা জেসমিন, ঝলইশালশিরি কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য সচিব কংকর পদ দে, সুনিকেতন পাঠশালা বেসরকারি বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের অর্ধ-শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে নিজদের মতামত তুলে ধরেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং