শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যে বিষয়ে পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার ২৯ মে) পঞ্চগড় সিভিল অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি সিভিল সার্জন অফিস চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছেদুর রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক আমির হোসেন, মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। বক্তরা বলেন,এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন,পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন,প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি ,এনজিও প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যকমীরা।
এর আগে রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা।