1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,, পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ আউলিয়াপুরে বিএনপি নেতা শহিদুলের বিরুদ্ধে জমির হিসাব নিয়ে বিধবা ভাবি, ভাতিজা ও জামাইদের মারধরের অভিযোগ ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো সুখের দোকান পলাশবাড়ী পৌর এলাকায় জমি জমানিয়ে বিরোধের জেরে হয়রানী মুলক মামলা দেওয়ার অভিযোগ

রুহিয়ার ঐতিহ্যবাহী ডাকবাংলোটি’র বেহাল দশা- জরুরী সংস্কারের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

হুসাইন মো: আরমান(রুহিয়া থানা প্রতিনিধি)।। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডাকবাংলোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের চার পাশ ঝাঁড়-জঙ্গলও বিষাক্ত পোকা-মাকড়ে ভরে গেছে।  ভবনে বাহিরে প্রাচীর রয়েছে আর ভিতরে পচা দুর্গন্ধ, ময়লা, আবর্জনা এমনকি ফেন্সিডিলের খালি বোতল পড়ে রয়েছে।

হুট করে  যদি কোন মানুষ সেখানে যায় তাহলে মনে হবে  ডাকবাংলোতো নয় এটি যেন গনশৌচাগার এমনকি মাদক সেবীদের স্থান।  অযত্নে অবহেলার কারনে ভবনটির চারপাশেই ঝাড়-জঙ্গলে ছেয়ে গেছে।এখানে সংস্কারের অভাবে এবং বৃষ্টির পানিতে ভবনের দেয়াল এবং প্রাচীরটি ধ্বংশের মুখে ।

উল্লেখ্য যে প্রতি বছরের বৈশাখী মাসের প্রথম সপ্তাহে রুহিয়া ডাকবাংলাটি ঘিরে  সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।  বৈশাখী মেলা কমিটি বছরে একদিন চার পাশে উজ্জল ফট ফট রঙে রাঙালেও সেটি বেশিদিন টিকে থাকে না। দেয়ালগুলোতে হাত রাখতেই হাতে উঠে আসে দেয়ালে লেগে  থঅকা বালু সিমেন্টের দ্রব্যাদি ।  রুহিয়া ডাকবাংলো সাইনবোর্ড  থাকলেও  এটি যেন একেবারেই অস্পষ্ট। ভাবতেও অবাক লাগে এটি একটি সরকারি ভবন।

এই ডাকবাংলোটির দেখাশোনার জন্য ঠাকুরগাঁও জেলা পরিষদ কর্তৃক মো: আসরাফুল ইসলাম নামে একব্যাক্তি দায়িত্বে রয়েছে তিনি ডাকবাংলার ভিতর এবং বাহির দেখাশোনা করেন।

সেখানকার বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যাক্তি জানালেন, বাহিরের যে অবস্থা ভেতরে তার চেয়ে কয়েকগুণ বেহাল দশা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো: মনিরুল হক বাবু’র কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,  রুহিয়ার এই ডাকবাংলোটি বসবাসের অনুপযোগী। এর চার পাশ ঝাড়এমনকি জঙ্গলে ছেয়ে গেছে জরুরী সংস্কারে প্রয়োজন ।

রুহিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রিপন ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই ডাকবাংলো টি তে, দ্রুত সংস্কার করে চারপাশে  আলোকসজ্জায় সজ্জিত একান্ত প্রয়োজন কেননা এটি আমাদের রুহিয়ার ঐতিহ্য । রুহিয়া থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীন সাংবাদিক  মুহা: আমিনুল হক কে জিজ্ঞাসা করা হলে জানান,  ঠাকুরগাঁও জেলা পরিষদের আওতাধীন এই ভবনটি ইতিপূর্বে সংস্কারের জন্য অনেক বার দরখাস্ত দেওয়া হলেও কর্তৃপক্ষের নজরে আসেনি এটি সংস্কার, একান্ত প্রয়োজন।

রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহামুদ এর সাথে কথা হলে তিনি জানান ঠাকুরগাঁও জেলা পরিষদ কর্তৃপক্ষ কে এটি সংস্কারের জন্য অভিযোগ দেওয়া হয়েছে আশা করি অতি তাড়াতাড়ি ঐতিহ্যবাহী রুহিয়া ডাকবাংলো টি সংস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত