বিনোদন প্রতিবেদক:নারী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা এবং অঙ্গভঙ্গির অভিযোগে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল কাদের (এ কে ফয়সাল)।
শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফয়সাল বলেন, “তনি ফেসবুক লাইভে বারবার এমন ভাষা ব্যবহার করেছেন যা সমাজ, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তিনি নারীদের প্রতি অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন এবং কখনো কখনো কাপড় খুলে মারধরের মতো হুমকিও উচ্চারণ করেছেন—যা সরাসরি সামাজিক শিষ্টাচারের অবমাননা।”
আইনি নোটিশে রোবাইয়াত ফাতেমা তনিকে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি ও প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট সব ভিডিও অবিলম্বে মুছে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, যদি তিনি এ নির্দেশনা উপেক্ষা করে পুনরায় অনুরূপ কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৩ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত তার শোরুম ‘সানভি’স বাই তনি’তে অভিযান চালায়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং