1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,, পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ আউলিয়াপুরে বিএনপি নেতা শহিদুলের বিরুদ্ধে জমির হিসাব নিয়ে বিধবা ভাবি, ভাতিজা ও জামাইদের মারধরের অভিযোগ ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো সুখের দোকান পলাশবাড়ী পৌর এলাকায় জমি জমানিয়ে বিরোধের জেরে হয়রানী মুলক মামলা দেওয়ার অভিযোগ

নরসিংদীতে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে কুচক্রী মহলের ষড়যন্ত্র, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা  বাবুল।।নরসিংদী জেলায় সাংবাদিকদের ঐক্য নষ্ট করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি, ফেক ইউটিউব চ্যানেল, লাইক পেজ ও কথিত আন্ডারগ্রাউন্ড পত্রিকার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সমাজে সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষ সাংবাদিকতার পবিত্র পেশা নিয়ে বিভ্রান্ত হচ্ছে।

জেলার শীর্ষস্থানীয় বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, যেমন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল, মাজারুল পারভেজ, রায়পুরা প্রেসক্লাবের মোস্তফা, নুরুদ্দিন, রফিক; সদর প্রেসক্লাবের মাসুদ রানা বাবুল, লায়ন সরকার, মতিউর রহমান; শিবপুর, মাধবদী, মনোহরদী, পলাশ ও বেলাবসহ জেলার অন্যান্য সাংবাদিকদের নাম টেনে তাদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদকর্মীদের একাংশের মধ্যে পারস্পরিক বিশ্বাসহীনতা, অহংকার ও বিভক্তি তৈরির ফলে ঐক্য দুর্বল হচ্ছে বলে মনে করছেন বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা। অনেকেই রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের দোসর সাংবাদিকদের সংখ্যা বেশি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এইজন্য। বেশিরভাগ সাংবাদিক আওয়ামী লীগ পন্থী তারা বিএনপির সাংবাদিক অথবা বিএনপির সমর্থন বিএনপি নেতা কর্মী হলে তাদের বিরুদ্ধে সিরিজ নিউজ করে।
এই আওয়ামী লীগের দোসরা জুলাই আন্দোলনে ছাত্র হত্যার উস্কানি দিয়েছে।

নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এক বিবৃতিতে বলেন, “আমি কোনো বড় মাপের সাংবাদিক নই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়িনি, তবে পিআইবি থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা করেছি। আমি শুধু চোখে যা দেখি তা-ই লিখি। 5w অনুসরণ করি এবং East west North South follow ,
আমি একজন কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব পালন করি।”

তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে কেউ আমাদের সম্মান দেবে না। আমলারা, রাজনীতিবিদরা, শিল্পপতিরা আমাদের ঘৃণার চোখে দেখবে। কেউ যেন আমাদের চাঁদাবাজ, দালাল, ভুয়া সাংবাদিক বলতে না পারে, এজন্য নিজেদের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করা জরুরি।”

এসময় তিনি জেলা ও উপজেলার শিল্পপতি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, “কোনো সাংবাদিক নেতা বা সংগঠনের নামে অনুদান বা চাঁদা না দিয়ে বরং বিজ্ঞাপনের বিনিময়ে অর্থ সহায়তা করুন। সাংবাদিকতার নামে অর্থ আদায় যেন না হয়।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের বিপক্ষে যারা কাজ করেছে, তাদের সাংবাদিক সমাজ থেকে বিতাড়িত করতে হবে। নরসিংদীতে চারজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের মামলা হয়েছে। অনেকেই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। কিন্তু সময় এসেছে আমাদের নিজেদের ভুল সংশোধন করে ঐক্যবদ্ধ হওয়ার।”

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সাংবাদিকদের একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা জরুরি। কে ছোট, কে বড় – সেটা বিচার করবে জনগণ ও সময়। প্রেস কার্ড থাকলেই তিনি সাংবাদিক। অহংকার নয়, একে অপরকে সম্মান করতে হবে।”

সংবাদের শেষে মাসুদ রানা বাবুল জানান, তিনি ব্যক্তিগতভাবে কিংবা সদর প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন –
“ভেদাভেদ ভুলে, কামড়াকামড়ি থামিয়ে, সবাই এক প্ল্যাটফর্মে আসুন। সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত