শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের দায়ে ৮ টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে বালু মহালের ইজারাদার সরকার ফরিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত জানায়, এই ট্রাক্টরগুলো দিয়ে বালুমহালের ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।
সোমবার (২ জুন) দুপুর দেড়টায় পৌরশহরের করতোয়া নদীর ময়নামতির চর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, পূর্বে বিভিন্ন সময় ময়নামতি চর এলাকায় করতোয়ার ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইজারাদার কথা শোনেননি। সোমবার খবর পেয়ে স্থানীয় প্রশাসন যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৮টি ট্রাক্টর আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাহমুদুল হাসান আটক ট্রাক্টরগুলোকে জব্দ দেখিয়ে ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন। সেই সাথে উপজেলা প্রশাসন থেকে ইজারাদারের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর সুপারিশ প্রেরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "নির্দেশনা অমান্য করে বালু উত্তোলনের দায়ে যৌথ বাহিনীর সহযোগিতায় ৮ টি ট্রাক্টর আটক করা হয়েছে। সেই সাথে ইজারাদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে"।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) ট্রাক্টরগুলোর চালক পলাতক থাকায় এবং অন্য কোন চালক সহযোগিতা না করায় এখনো ট্রাক্টরগুলো ঘটনাস্থল থেকে থানায় আনা সম্ভব হয়নি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং