নিজস্ব প্রতিবেদক।।পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বিশ্বের সকল মুসলিম তথা ঠাকুরগাঁও জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র মির্জা ফয়সল আমীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আযহা। আবার একটি বছর পরে আত্ম পরিশুদ্ধর ফলে ঈদের নামাজে দুর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।
ইসলাম শান্তির ধর্ম, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের এই পবিত্র অভিব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সুখ-শান্তি বয়ে আনুক—এটাই সকলের জন্য প্রত্যাশা করি।
নেতা কর্মীদের উদ্দেশ্যে, মির্জা ফয়সল আমীন বলেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আমরা দলের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ। আমাদের নেতাকর্মীদেরকে বলব এমন কোন কাজ করা যাবে না যাতে করে আমাদের দলের জন্য ভাবমূর্তি নষ্ট হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত আমাদের মাঠে থেকে একত্রে কাজ করে যেতে হবে। যত দিন যাচ্ছে ততই জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা বাড়ছে ইনশাআল্লাহ। এমন জনপ্রিয়তায় আমাদের বিজয় নিশ্চিত হবে বলে আমি আশাবাদী।
পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে ঠাকুরগাঁও বিএনপি ও দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের পরিবারের সকল সদস্যসহ দেশ এবং জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন, বিএনপির এই প্রভাবশালী নেতা। কিছু দিন আগে, জামাত শিবিরের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি এবং এই ঘটানার সাথে জরিতদের নিজের সন্তানতুল্য মনে করে ক্ষমা করে দেন এই নেতা।তার এই ক্ষমা করে দেওয়ার ঘোষণার পরে সাধারণ মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা আরো বেরে যায়।