1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর আয়ো জনে ৩০ জুন ২০২৫ সোমবার সকাল এগারোটায় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট পঞ্চগড়ে পরিবেশ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট পঞ্চগড় এর প্রধান শিক্ষক মোঃ তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আনছারুল ইসলাম হেলাল, সিনিয়র শিক্ষক আমিনার রহমান, সিনিয়র শিক্ষক নুর ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল জলিলসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথিসহ আলোচক বৃন্দ পরিবেশ দূষণ রোধকল্পে নিজ নিজ পরিবার থেকে কার্যকর ভুমিকা পালনে গুরুত্ব আরোপ করেন এবং পরিবেশদূষনে মরনঘাতক প্লাস্টিক পলিথিনের কুফল ও দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং শিক্ষার্থী শিক্ষক অভিভাবকসহ সমাজের সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা সভার শুরুতে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ক নানা দিক উপস্থাপন করেন এবং আলোচনার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করে বিজয়ী শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কলম উপহার দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জনাব জাকির হোসেন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারসহ একশত শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার ফলজ/বনজ গাছের চারা বিতরণ করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়এর পক্ষ থেকে লিফলেট সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ইন্সটিটিউটকে দুইটি আধুনিক ডাস্টবিন উপহার হিসাবে প্রদান করা হয়। শেষে জনাব জাকির প্রতিষ্ঠান প্রাংগণে একটি গাছের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং