1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে অতি দরিদ্র হত দরিদ্রদের মাঝে খাদ্য কম দামে বিক্রির লক্ষ্যে ওএমএস ডিলার নিয়োগের লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের জন্য আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত  লটারি অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন দাস, পৌর প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার সীমা শারমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, উপ পরিচালক কৃষি সম্প্রসারন আব্দুল মতিন সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিল।

লটারিতে নয়জন ১৩৮ জন আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ১০৯ টি আবেদন লটারির জন্য চুড়ান্ত করা হয় । ১০৯ জন ব্যবসা প্রতিষ্ঠানের নাম একটি বাক্সে সংগ্রহ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মতিতে নয়টি আবেদন বাক্স থেকে তোলা হয়।

লটারিতে নির্বাচিত নয়জন ব্যাক্তি হচ্ছেন ১ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, ২নং ওয়ার্ডে মো. সোলায়মান, ৩ নং ওয়ার্ডে মো. মখলেছুর রহমান, ৪ নং ওয়ার্ডে আব্দুল খালেক,৫ নংওয়ার্ডে আব্দুল হালিম, ৬নং ওয়ার্ডে আতিকুজ্জামান, ৭ নংওয়ার্ডে এমদাদুল হক,৮ নংওয়ার্ডে একরামুল হক, ৯ নংওয়ার্ডে মাজাহারুল ইসলাম নির্বাচিত হয়।

এর আগে জেলা খাদ্য বিভাগের অধীনে নয়টি ওয়ার্ডের নয়জন ডিলার নিয়োগের আবেদন করা হয়।

জেলা খাদ্য কর্মকর্তা অন্তরা মল্লিক জানান লটারির মাধ্যমে খাদ্য বিভাগের নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হচ্ছে। যদি ডিলারগুলো কোন শর্ত ভঙ্গ করে তাহলে তার ডিলারশিপ বাতিল করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং