ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টয়লেট থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করছেন পীরগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার ৭ নং হাজিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এক্কান্নপুর লক্ষিন্দর হাট গ্রামের বাসিন্দা মোছাঃ রিমু আক্তার নামের (২২) পিতা- আকরামুল,হক স্বামী- লিটন ইসলাম, গ্রাম- একান্নপুর লক্ষিন্দর হাট, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, গত ২৪/০৬/২৫ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকা হইতে পরিবার এর লোকজন সহ রিমুকে খোজাখুজি করিলে তাকে পাওয়া যাইতেছিল না,
অদ্য ৩০/০৬/২৫তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ভিকটিম হিমু আক্তার কে তার স্বামী লিটন মেরে ফেলছেন বলে লিটন তাহার বড় ভাই মোঃ দুলাল হোসেন এর কাছে জানান। তারপর লিটন সুকৌশলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান ।
আজ ৩০/০৬/২৫ তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় উক্ত অভিযুক্ত লিটন কে রানীশংকৈল থানার ৩ হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গ্রামে আটক করে নিয়ে আসেন এবং তাহার দেওয়া তথ্য মতে ৭ নং হাজিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনৈক সুমন চন্দ্র ওরফে ঝালাই সুমন (২৫), পিতা- নরেন চন্দ্র, গ্রাম- খটসিংঙ্গা নয়াবন্দর, থানা- পীরগঞ্জ,জেলা -ঠাকুরগাঁও এর বাড়ির পিছনে টয়লেটের ভিতর চটের বস্তা বন্দী করা অবস্থায় রিমু আক্তার এর মৃত দেহ পাওয়া যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলামকে এই বিষয়ে মুঠো ফোনে কল করা হলে তিনি ফোনে জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।