শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি।। পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর গ্রামে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। সোমবার পীরগঞ্জ থানা পুলিশ খটশিংগা এলাকায় মানিক এর বাড়ির ল্যাট্রিন থেকে রিমু আক্তার (২২) এর অর্ধগোলিত লাশ উদ্ধার করেছে। জানা গেছে, মালগাঁও গ্রামের একরামুল হক এর কন্যা রিমু আক্তার (২২) কে তার স্বামী লিটন আলী হত্যা করে লাশ গোপন করে মানিকের বাড়ির ল্যাট্রিনে বস্তা বন্দি করে রেখেছিল। পুলিশ লিটন কে গ্রেফতার করেছে। এ হত্যা কান্ডের সাথে আরো লোকজন জড়িত থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান সহ পুলিশের উদ্ধর্তন কতৃর্পক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানায়, ঘটনাটি নিরপেক্ষ তদন্ত চলছে। আরো কেউ এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।