ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি :বরিশাল আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে পঞ্চগড়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০) জুন দুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মির্জা আব্দুল বাকিকে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে থেকে গ্রেফতার করা হয়। মির্জা আব্দুল বাকি রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় বসবাস করতেন। তবে সে পৌরসভার ইসলামবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। দেশের বিভিন্ন জেলায় তার নামে একাধিক মামলা রয়েছে। বরিশাল আদালতে রায়ের পর সাজা পরওয়ানা জারির পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
আদালতের পরওয়ানা হতে জানা যায় গত ২০২৩ সালের ১৪ মার্চ বরিশাল জেলার গ্রোঘবাড়ি এলাকার আবু জাফর মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ব্যাংক চেক বিষয়ে মামলা দায়ের করেন। পরে মির্জা আব্দুল বাকির বিরূদ্ধে এক বছর বিনাশ্রম কারাদন্ড সহ ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর পর থেকে পলাতক হয় মির্জা। আদালতের রায়ের পর গত বছরের ০৫ মে ২০২৪ মির্জা আব্দুল বাকির বিরূদ্ধে সাজাপ্রাপ্ত পরওয়ানা জারি হয়। সোমবার পঞ্চগড় আদালতে অন্য একটি মামলার কাজে আসেন মির্জা আব্দুল বাকি। পরে দুপুরে আদালত থেকে বের হওয়ার পর উপ- পরিদর্শক মানিক রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা মির্জা আব্দুল বাকিকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান সাজাপ্রাপ্ত ওই আসামীকে দুপুরে গ্রেফাতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং