আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি পুকুর থেকে নাম না জানা এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার পূর্ব বনগাঁও এলাকার ধুম পুকুরে অর্ধ গলিত অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। লাশের শরীরে শুধুমাত্র প্যান্ট পরিহিত ছিলো। পরে পুকুরের পাশে মাঠে কাজ করা স্থানীয়
লোকরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে ছিল। ধারনামতে ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের, তাই এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান,
এখনো নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ার হোসেন আকাশ
মোবাঃ ০১৭১৬১২৯৯৬৭
তাং-৩০-০৬-২৫
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং